হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বুকে সংক্রমণের কারণে সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি ফিজিওথেরাপি নিচ্ছেন, খবরএএফপি’র।
মেডিকেল টিম জানিয়েছে, মাহাথিরের অবস্থা উন্নতির দিকে। তাকে আরো বেশ কিছুদিন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হবে।
মাহাথির দেশের চতুর্থ প্রধানমন্ত্রী, আধুনিক মালয়েশিয়ার রূপকার। প্রভাবশালী এ নেতা ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।
২০১০ সালে অস্ট্রেলিয়ায় এক সেমিনারে যোগ দিতে গিয়ে বুকে সংক্রমণের শিকার হন মাহাথির। সেবার তাকে মেলবোর্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।। ১৯৮৯ ও ২০০৭ সালে মাহাথির মোহাম্মদের শরীরে দু’দুবার বাইপাস করা হয়