স্মৃতির নিমন্ত্রণ নিলেন শেখ হাসিনা

স্মৃতির নিমন্ত্রণ নিলেন শেখ হাসিনা

hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বরগুনা ও পটুয়াখালী যাচ্ছেন। তিনি বরগুনা জেলার বামনা ও নবসৃষ্ট তালতলী উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভাষণ দেবেন বামনা ও তালতলীতে দুটি জনসভায়।

বামনা হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নীতকরণ, বুকাবুনিয়া মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ ও বামনা সরোয়ার জান মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপনের তালিকা দীর্ঘ। তিনি বামনা উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ কাজ, বামনা ফায়ার সার্ভিস স্টেশন, বামনা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন, আইসিটি ট্রেনিং সেন্টারের একাডেমিক ভবন, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, লেমুয়া সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ কাম সাইক্লোন সেল্টার, হোগলাপাশা মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, মোকামিয়া মাদরাসা কাম সাইক্লোন সেল্টার, চলাভাঙ্গা দাখিল মাদরাসা কাম সাইক্লোন সেল্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বামনা থেকে প্রধানমন্ত্রী পটুয়াখালী জেলার কলাপাড়ায় যাবেন। সেখানেও তিনি দেশের তৃতীয় সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরর উদ্বোধন করবেন, রয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপনও।

এছাড়া প্রধানমন্ত্রী কলাপাড়া থেকে একই সঙ্গে পটুয়াখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পটুয়াখালী শিশু একাডেমি কমপ্লেক্স ভবন এবং বাউফল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন উদ্বোধন করবেন।

তিনি ইটবাড়িয়া গ্রামে বাংলাদেশ নৌবাহিনীর শেরেবাংলা নৌঘাঁটি, কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের ইটবাড়িয়া-বালিয়াতলীতে সৈয়দ নজরুল ইসলাম সেতু, পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ভবন, বাউফল থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন করবেন।

কলাপাড়া থেকে আবার বরগুনার নবসৃষ্ট তালতলী উপজেলায় আসবেন শেখ হাসিনা। সেখানে তিনি  বরগুনা জেলা সার্ভার স্টেশন নির্মাণ, বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ ঝাড়াখালী তিন তলা এসইএস ডিপি নতুন মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ, বরগুনা সরকারি মহিলা কলেজের চার তলা একাডেমিক ভবন নির্মাণ, ট্যাংরাগিড়ি সংরক্ষিত বনাঞ্চলে ইকো-টুরিজম সুযোগ বৃদ্ধিকরণ কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি নবসৃষ্ট তালতলী উপজেলা কমপ্লেক্স ভবন, বরগুনা সদর হাসপাতালকে ৫০ শয্যা হতে ২৫০ শয্যা উন্নীতকরণ, বরগুনা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বরগুনার আমতলী থানা ভবন, গোলবুনিয়া প্রতিরক্ষামূলক কাজ, আমতলী-তালতলী-সোনাকাটা সড়কের ৮২০০ মিটার চেইনেজে ৬৬ মিটার গর্ডার ব্রিজ নির্মাণ, ইসিআরআরপি’র আওতায় দক্ষিণ সওদাগর পাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, আমতলী চৌরাস্তা বক্স কালভার্ট নির্মাণ, আমতলী উপজেলার লোচা রেজি. প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার ও বরগুনা-তালতলী-সোনাকাটা সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা।

২০০১ সালে জাতীয় নির্বাচনে তৎকালীন বরগুনা-৩ আসনে (আমতলী উপজেলা ও তালতলী থানা) নির্বাচন করে জয়ী হয়েছিলেন শেখ হাসিনা। স্মৃতি যেখানে ইতিহাস হয়ে আছে, সেই জনপদে প্রচণ্ড ব্যস্ত দিন পার করবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতাকর্মীরা উৎসব মুখর করে রেখেছেন দক্ষিণ বাংলা, সাধারণ মানুষ সব সময় রাজা-রানীদের সফরে সম্মানিত বোধ করে। ঠায় দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে, স্বাগত জানানোর আনন্দকে সাথী করে। আজও তার ব্যতিক্রম ঘটবে না। রাস্তার মোড়ে মোড়ে ব্যানার আর ফেস্টুন, নির্মাণ করা হয়েছে অনেক তোরণ।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর