বহু আলোচনা, সমালোচনা ও বিতর্কের পর অবশেষে নির্বাচন কমিশনের নিবন্ধন পেল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।
সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনএফ অংশ নিতে পারবে। তাদের প্রতিক টেলিভিশন।
এর আগে বিএনএফ নির্বাচনী প্রতিক গমের শীষ চাইলেও তা বরাদ্দ দেয়নি নির্বাচন কমিশন। বিএনপির ধানের শীষের সাথে এর কিছুটা মিল থাকায় বিরোধীতা করে বিএনপি। এ কারণে বিএনএফের গমের শীষ প্রতীকের দাবি নাকচ করা হয়। পরে দলটির জন্য নির্ধারণ করা হয় টেলিভিশন। নিবন্ধিত হওয়ার পর নির্বাচনে অংশগ্রহণে আর কোন বাধা থাকলো না বিএনএফ নেতাদের।