আইন ও শালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল তালেবানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন “আমরা এখানে এসেছি পাকিস্তানি ও তালেবানিদের রুখে দিতে।”
সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,”তালেবানিদের চিহ্নিত করার সময় এসেছে। আমরা দেশকে অবশ্যই সাম্প্রদায়িকতামুক্ত করব।”
“৭১ এ-যেই দলের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আজ তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চালু করতে পারেনি।
তিনি আরো বলেন,”মুক্তিযুদ্ধের চেতনাই উজ্জীবিত হয়ে মাথা উচু করে দাঁড়াতে হবে।”
উক্ত মানববন্ধন থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কাস পাটির সভাপতি রাশেদ খান মেনন, অধ্যাপক শিরিন আক্তার, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, নূর মোহাম্মদ তালুকদার