বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন, “সংলাপ বা সমঝোতার জন্য আমরা সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করবো। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। সরকার সর্বদলীয় সরকার গঠনের যে উদ্যোগ গ্রহণ করেছে তা তাদের নীল নকশা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়।”
সোমাবার দুপুর ১২টায় বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনকালীন সরকার হবে নিরপেক্ষ ও র্নিদলীয়, যাতে আমরা আস্থাশীল হবো। এখানে কোনো কারচুপি হবে না। এটা নিশ্চিত করতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদলীয় সরকারে যোগ দিতে বিএনপিকে যে আহ্বান জানিয়েছেন, তার কড়া সমালোচনা করেন রিজভী। তার ভাষায়, “ভারতের কুচবিহার থেকে আসা এক লোক, যার কোনো নীতি নেই; যিনি সামঞ্জস্যহীন একজন মানুষ। এমন এক ব্যক্তি কী বলেছেন তার তোয়াক্কা বিএনপি করে না।”
রিজভী’র মন্তব্য, এরশাদের চরিত্রে জাতীয় বেঈমানের তকমা লেগে গেছে। তিনি বলেন, ‘এরশাদ একজন ত্রিমুখী নেতা।’
বিএনপি’র শীর্ষ নেতাসহ আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে