এক গ্রহের সন্ধান মিলেছে, যেখানে বৃষ্টি মানে আকাশ থেকে ঝুর ঝুর করে কাঁচ পড়া। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা’র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সম্প্রতি সন্ধান পাওয়া এই গ্রহের নাম দেয়া হয়েছে এইচডি ১৮৯৭৩৩ বি। বিদঘুটে নাম্বারের গ্রহটির আকাশ কাঁদলে জল ঝরে না। নেমে আসে কাঁচের টুকরা!
নাসা’র গবেষকদের ধারণা, কাঁচের বৃষ্টির কারণে গ্রহটি দেখতে গাঢ় নীল l এ প্রথম কোনো ভিনগ্রহের সত্যিকারের রং নিশ্চিত করতে পেরেছেন গবেষকরা। তারা জানিয়েছেন, ‘হাবল’ টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবীর মতো গাঢ় নীল বর্ণের এ গ্রহটির সন্ধান পেয়েছেন। এ গ্রহটির তাপমাত্রা ও আবহাওয়া খুব রুক্ষ। যে কারণে এখানে কাঁচ-বৃষ্টি হয়, আর এই কাঁচের ওপর আলোর প্রতিফলনে একে গাঢ় নীল দেখায়।
অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স সাময়িকীতে এ গবেষণা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হবে।
পৃথিবী থেকে ৬৩ আলোক বর্ষ দূরের এ গ্রহটি মূলত গ্যাসীয় দানব, যা এর নক্ষত্রের খুব কাছ দিয়ে আবর্তন করছে। এ গ্রহে পৃথিবীর হিসাবে ঘণ্টাপ্রতি সাত হাজার কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় হয়। তখনই কাঁচ-বৃষ্টি হতে থাকে।
গবেষক ব্রুস ফেগলি হাফিংটন পোস্টকে এ বিষয়ে জানিয়েছেন, পৃথিবীর তুলনায় অন্যান্য গ্রহপৃষ্ঠ ও বায়ুমণ্ডল অত্যন্ত উত্তপ্ত থাকে। সেখানকার আগ্নেয়গিরি থেকে নির্গত ধাতব যৌগ বায়ুমণ্ডলের শীতল অঞ্চলে ঘনীভূত হয়। তা ভূপৃষ্ঠে ঝরে পড়ে তুষারের মতো। অন্যান্য গ্রহে এর আগে তুষারের মত বৃষ্টিপাতের কথা শোনা গেলেও এবারই প্রথম জানা গেল কাঁচ-বৃষ্টির কথা