‘মহাজোট ছাড়লাম, নির্বাচনে যাবো’

‘মহাজোট ছাড়লাম, নির্বাচনে যাবো’

mama১৪ দলীয় মহাজোট ছেড়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পাশাপাশি প্রধান বিরোধী দল বিএনপিকেও সর্বদলীয় সরকারে যোগ দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর বনানীর রাজনৈতিক কার্যালয়ে বেলা সোয়া ১২টার দিকে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেনসাবেক এই রাষ্ট্রপতি।

এরশার বলেন, “নির্বাচনে যাবো, কাজটা অগ্রসর হয়েছে। এজন্য এখন সর্বদলীয় সরকারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে তার দল আর মহাজোটে নেই।

বিএনপিকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, “আসুন দূরে থাকবেন না। আলোচনার মধ্য দিয়ে নিশ্চয় একটি সমাধান বেরিয়ে আসবে।”

এসময় কারচুপি হলে নির্বাচন বর্জন করার হুঁশিয়ারি দেন এরশাদ।

তিনি আরো বলেন, “এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই। তবে সরকার আন্তরিক না হলে আমরা সবাই মিলে নির্বাচন করবো।”

তত্ত্বাধায়ক সম্পর্কে এ সময় এরশাদ বলেন, “তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমরা মানি না তবে রাজনৈতিক সংকট নিরাসনের জন্য সবাইকে বসতে হবে। আমরা শান্তি চাই।”

ক্ষমতার দ্বন্দ্বের জন্য বর্তমানে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন এরশাদ।

সাংবাদিক সম্মেলন থেকে এরশাদ নির্বাচন নিয়ে বিদেশি দূতদের সমালোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য বিএম কাদেরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর