পরবর্তী কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ মাল্টায়। সম্মিলিত বিবৃতির মধ্য দিয়ে রোববার সংস্থাটির সম্মেলনের সমাপ্তি হল।
কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, মাল্টার প্রধানমন্ত্রী ২০১৫ সালে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন আয়োজনের আগ্রহ প্রকাশ করলে সবাই সানন্দে তা গ্রহণ করেন।
চলতি বছর শ্রীলংকার রাজধানী কলম্বোয় কমনওয়েলথের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীলংকায় এ বছর কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠানের প্রতিবাদে মরিশাস এতে যোগদান না করায় আগামী সম্মেলনের ভেন্যু মরিশাসের পরিবর্তে মাল্টায় স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া এ সম্মেলনে যুদ্ধাপরাধের নিরপেক্ষ তদন্তের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দাবি উড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।
তারপরও শ্রীলঙ্কার যুদ্ধাপরাধ নিয়ে কলম্বোয় তীব্র বাক-বিতন্ডাপূর্ণ কমনওয়েলথ সম্মেলন শেষ পর্যন্ত সম্মিলিত একটি যৌথ বিবৃতির মধ্য দিয়ে শেষ হল।
তবে রোববার সম্মেলনের শেষ দিনে নেতারা ঋণ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে সম্মিলিতভাবে একটি যৌথ বিবৃতি দিয়েছে