মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ২০

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ২০

kkমিশরের কায়রোতে এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার সকালের এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। বিবিসি।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ট্রেনটি বানি সোয়াইফ শহর থেকে আসছিল। কায়রো থেকে ৪০ কিলোমিটার দূরে লাইনে আটকে যাওয়া এক মিনি বাসকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

মিশরের সড়ক ও রেল যোগাযোগ দুর্ঘটনা এড়াতে যথেষ্ট নিরাপদ নয়। তবে নিহতদের সবাই বাসযাত্রী,নাকি ট্রেন যাত্রীও ছিলেন- সেটা এখনও পরিষ্কার নয়।

বার্তা সংস্থা রয়টার্সকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমরা এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। সব শেষ হলে আমরা এ বিষয়ে বিবৃতি প্রদান করব।”

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, ক্রসিং গেট বন্ধ থাকার পরও যানবাহনগুলোকে চলাচল করতে দেখে রেলচালক ঘাবড়ে গিয়েছিল।

এ বছরের জানুয়ারিতে এক ট্রেন লাইনচ্যুত হলে ১৯ জন নিহত ও শতাধিক আহত হন। হতাহতদের অধিকাংশই ছিলেন সেনা সদস্য।

গত বছরের নভেম্বরে এক স্কুল বাসকে মানফলট এলাকায় চলন্ত ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫০ শিশু নিহত হয়।

আন্তর্জাতিক