রাশিয়ায় যাত্রীবাহী একটি বিমান অবতরণের সময় আগুন লেগে বিস্ফোরিত হয়েছে। মারা গেছেন বিমানে থাকা সবাই, ৪৪ যাত্রীর সাথে ক্রু ছিলেন ৬ জন। রোববার তাতারাস্তানের রাজধানী কাজান বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে, বিমান মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।
বোয়িং ৭৩৭ বিমানটি মস্কোর দেমোদেদোভো বিমানবন্দর থেকে ছেড়ে আসে। ল্যান্ডিং-এর সময় রানওয়েতে আঘাত করে বিশাল বিমান, আগুন ধরে যায়; এরপর বিস্ফোরণ।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়।