অর্ন্তবর্তী মন্ত্রীরা শপথের চিঠি পেলেন

অর্ন্তবর্তী মন্ত্রীরা শপথের চিঠি পেলেন

citiদশম জাতীয় সংসদের নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।  রোববার রাতেই এ ব্যাপারে সিদ্ধান্ত হয় আবার রাতেই চিঠি পাঠানো হয়েছে মন্ত্রীদের কাছে। সোমবার বিকেলে রাষ্ট্রপতি মন্ত্রীদের শপথ পাঠ করাবেন।

সর্বদলীয় সরকারের অংশগ্রহণের জন্য রাতেই সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অনেকে।

রাষ্ট্রপতির প্রেসসচিব এহসানুল করিম জানিয়েছেন, সর্বদলীয় মন্ত্রিসভায় কয়েকজন মন্ত্রী শপথগ্রহণ করবেন সোমবার বিকেলে। রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রীদের শপথ পড়াবেন।

রোববার সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন। আমন্ত্রণ পাওয়ার খবর আরো নিশ্চিত করেছেন ওর্য়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

রুহুল আমিন হাওলাদার ছাড়া মুজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির আরও কয়েকজন সদস্যের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কীনা সে বিষয়টি পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত বলে জানিয়েছেন।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর