নিশার সাথে ড. ইউনূস

নিশার সাথে ড. ইউনূস

nisaশান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস রোববার সকালে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সাথে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বাসায় প্রায় এক ঘণ্টার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ড. ইউনূস সাংবাদিকদের বলেন,”গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা, বাংলাদেশের চলমান রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে নিশার সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া আমার মিয়ানমার সফরের বিষয়টি আলোচিত হয়েছে।”

ড. ইউনূস বলেন,”সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমার কাছে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চান। রাজনীতি নিয়ে আমি ইতিপূর্বে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছি, তা তাঁর কাছে তুলে ধরেছি।”

নিশা দেশাই বিসওয়াল বলেছেন,”আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। এ অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

সকালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন নিশা। দুপুরে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতাদের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি।

বিকেলে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন নিশা দেশাই। তিন দিনের সফরে নিশা দেশাই টোকিও থেকে গতকাল শনিবার ঢাকায় এসেছেন।

 

বাংলাদেশ