ব্রাজিলের দুর্দান্ত জয়

ব্রাজিলের দুর্দান্ত জয়

311আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হুন্ডুরাসকে গোল বন্যায় ভাসালো ব্রাজিল। রোববার মিয়ামির সানলাইফ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৫-০ গোলে হুন্ডুরাসকে হারিয়েছে। বিশ্বকাপে যে তারাই ফেবারিট আরেকবার তার প্রমাণ দিলেন লুইস ফিলিপ স্কলারির শিষ্যরা।

গত এক দশকের মধ্যে এটাই ছিল ব্রাজিলের প্রথম মিয়ামি সফর। ভক্তদেরও দায় মেটালেন ব্রাজিলের খেলোয়াড়রা। খর্ব শক্তির দল হুন্ডুরাসের বিপক্ষে শুরু থেকেই দারুণ খেলে ব্রাজিলিয়ানরা। তবে প্রথম গোলটার জন্য অপেক্ষা করতে হয় ২২ মিনিট। সাফল্য আসে পাওলিনহোর হাত ধরে। হুন্ডুরাসের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের পরে আক্রমণের ধার বাড়ে ব্রাজিলের। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দুর্দান্ত ফর্মে থাকা দান্তে। এর পরের ৮ মিনিটে ঝড় তুললো ২০১৪ বিশ্বকাপের স্বাগতিকরা। মুহুর্তেই প্রতিপক্ষের জালে আরও তিনবার বল জড়ান তারা। ৬৬, ৭০ এবং ৭৪ মিনিটে গোল তিনটি করেন যথাক্রমে মাইকন, উইলিয়ান ও হাল্ক।

প্রতিপক্ষের বিপক্ষে বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার কোন গোলের দেখা না পেলেও প্রায় ৭১ হাজার সমর্থকদের উপহার দিয়েছেন নজরকাড়া পারফরম্যান্স। দান্তের করা গোলটিও এসেছে তার সহায়তায়।

মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল দল। তাদের প্রতিপক্ষ চিলি। লাতিন আমেরিকার দেশ চিলি শুক্রবার শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করেছে।

রোববার ব্রাজিল ছাড়া অন্য ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২-১ গোলে ইকুয়েটরিয়েল গিনিকে হারিয়েছে এবং জাপান ২-২ গোলে হল্যান্ডের বিপক্ষে এবং ওয়েলস ১-১ গোলে ফিনল্যান্ডের সঙ্গে ড্র করে

খেলাধূলা