জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, “নতুন জোট করে এ সরকারের বিরুদ্ধে নির্বাচনে যাবো।”
রোববার দুপুরে চট্টগ্রামে হেফাজতে ইসলামীর আমির আহমদ শফীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বেলা ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রসায় আহমদ এ বৈঠক শুরু হয়।
এসময় তিনি আরো বলেন, “আমি হেফাজতের আমিরের কাছে দোয়া নিতে এসেছিলাম। উনি দোয়া করেছেন, উনার (আহমদ শফী) সাথে আমার কোনো রাজনৈতিক কথা হয়নি।”
এর আগে শনিবার মহাজোট ছেড়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি।
বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ‘শিগগিরই’ নতুন জোট গঠনের ঘোষণা দেন এরশাদ। নতুন জোটে থাকতে পারেন বদরুদ্দোজা চৌধুরী, কাদের সিদ্দিকী, আ স ম রবসহ ধর্মভিত্তিক আরো কয়েকটি দল।
জাতীয় পার্টি সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই এরশাদ এ চট্টগ্রাম ভ্রমণ।
এদিকে হেফাজতে ইসলামের আমির আহমদ শফী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তার সংগঠন কোনো রাজনৈতিক জোটে অংশ নেবে না। নির্বাচনে অংশ নেওয়ার অভিপ্রায় নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি