সবাই ছিলেন, অনুপস্থিত কাদের

সবাই ছিলেন, অনুপস্থিত কাদের

asvসচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোববার মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি বাণিজ্যমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে তিনি আর সচিবালয়ে আসেননি।

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠক এটি। জাতীয় পার্টির নেতা বাণিজ্যমন্ত্রী জিএম কাদের ছাড়া মন্ত্রিসভার সকল সদস্যই এতে উপস্থিত ছিলেন।

এর আগে জি এম কাদের বলেছিলেন, “পদত্যাগপত্র জমা দেওয়ার পর আমি আর মহাজোট সরকারের মন্ত্রিসভার সদস্য নই। মহাজোট সরকার আছে বলেও মনে করি না। যে দিন পদত্যাগপত্র জমা দিয়েছি সেদিন থেকেই আমি আর সরকারে নেই।”

সাধারণত সপ্তাহের সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা থাকলেও বোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলে একদিন আগেই এই সভা হয়।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইয়া জানান, গত বৈঠকে মন্ত্রীদের দেওয়া পদত্যাগপত্র তার হাতে এখনো এসে পৌঁছেনি। আর মহাজোট সরকারের শেষ বৈঠক কবে হবে তা প্রধানমন্ত্রীই জানাবেন।

 

বাংলাদেশ