মানবাধিকার সংস্থা ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে চার্জ শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।
রোববার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এ দিন ধার্য করেন।
এদিন সকালে এ মামলার জামিনে থাকা আসামি আদিলুর রহমান তার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন।
এদিকে অন্য আসামি নাসির উদ্দিন এলানকে কারাগার থেকে আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে অধিকারের কার্যালয় থেকে জব্দকৃত আলামত ফেরত দেওয়ার জন্যে আবেদন করেছেন আদিলুর ও এলানের আইনজীবীরা। বিচারক উক্ত আবেদন শুনানি শেষে আগামী ২৪ নভেম্বর এলানের জামিন শুনানি, জব্দকৃত আলামত ফেরতের আবেদন ও চার্জ শুনানির জন্যে দিন ধার্য করেন।
গত ১১ সেপ্টেম্বর ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে আদালতে দাখিল করা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম অভিযোগ আমলে নিয়ে আসামি নাসির উদ্দিন এলান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক আশরাফুল আলম আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।
৫ সেপ্টেম্বর ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠান।
গত ১০ আগস্ট আদিলুর রহমানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের সাইবার ক্রাইম টিম তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করে। এরপর দিন ১১ আগস্ট আদালতে হাজির করা হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে হাইকোর্টের নির্দেশে তা স্থগিত করা যায়।
আদালতে দাখিল করা অভিযোগ হতে জানা যায়, আসামিদের পরিচালনাধীন ‘অধিকার’ নামক সংস্থার মাধ্যমে গত ৫ মে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় ৬১ জন নিহত হওয়ার সম্পর্কে ‘বানোয়াট ও মিথ্যা’ তথ্য সংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে। এতে করে দেশ-বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়