স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, সংসদ সদস্যদের সম্মান বজায় রাখা মন্ত্রীদের কর্তব্যের মধ্যে পড়ে।
মঙ্গলবার জাতীয় সংসদে চট্টগ্রাম থেকে নির্বাচিত সরকার দলীয় সদস্য আখতারুজ্জমান বাবু পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যোগ্য সম্মান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। তার কথার পরিপ্রেক্ষিতে স্পিকার এ কথা বলেন।
বাবুর বক্তব্যে ক্ষোভ প্রকাশ পায় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের বিরুদ্ধে।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, সম্প্রতি আমার নির্বাচনী এলাকায় কোস্টগার্ড আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আমার এলাকায় যাবেন শুনে আমি একদিন সংসদ অধিবেশনে অনুপস্থিত থেকে ওই অনুষ্ঠানে হাজির হই। সেখানে গিয়ে দেখলাম স্টেজের ডায়াসে বসে আছেন- স্বরাষ্ট্র মন্ত্রী, আমেরিকার রাষ্ট্রদুত ও কোস্টগার্ডের দুই ঊর্দ্ধতন কর্মকর্তা। আমি সেখানে মাত্র দর্শক। মঞ্চের সামনে বসে তাদের বক্তব্য শুনলাম।
তিনি বলেন, এরপর অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল ভিত্তিপ্রস্তর স্থাপন। যথারীতি সেখানেও আমি দর্শক।
স্পিকারকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেন, এই যদি আমাদের সংসদ সদস্যদের অবস্থা হয় তাহলে আমরা যাব কোথায়। এমপিদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সি আছে। এগুলো যথাযথভাবে মানা উচিত বলে মনে করি।
এসময় স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ বলেন, মন্ত্রীরা যখন যে এলাকায় যান তাদের মনে রাখা উচিত সেই এলাকার এমপিরা তাদের সহকর্মী। তাই তাদের সম্মান বজায় রাখা কর্ত্যব্যর মধ্যে পড়ে।
তিনি বলেন, ভবিষ্যতে বিষয়টি সবাই বিবেচনা করে গুরুত্ব দেবেন বলে আশা করি।
এসময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়।