শিগগিরই এরশাদের নতুন জোট

শিগগিরই এরশাদের নতুন জোট

mamaদু’একদিনের মধ্যেই মহাজোট ছেড়ে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। নতুন জোটে থাকতে পারেন বদরুদ্দোজা চৌধুরী, কাদের সিদ্দিকী, আ স ম রবসহ ধর্মভিত্তিক কয়েকটি দল।

বৃহস্পতিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ‘জাতীয় ছাত্রসমাজ আয়োজিত’ যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আগের দিন রাতে বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আব্দুর রবের সাথে বৈঠক হয় জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের।

ওই বৈঠকের কথা তুলে ধরে ক্ষমতাসীন মহাজোটের নেতা এরশাদ বলেন, “আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। অচিরেই নতুন জোটের ঘোষণা আসবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “নতুন কিছু দলের সাথে কথা হয়েছে। অচিরেই মহাজোট ছেড়ে নতুন জোটের ঘোষণা করা হবে।”

তিনি বলেন, “বারবার সংবিধান পরিবর্তন করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে।”

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বাইরে নতুন এই জোটে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামও থাকবে।

এর বাইরে জামায়াতে ইসলামী বিরোধী ইসলামী দলগুলোও তৃতীয় এই জোটে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন সাবেক প্রধানমন্ত্রী ও জাপা প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান হিমুসহ আরো অনেকে।

বাংলাদেশ রাজনীতি