এবার বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত হলো নাইজেরিয়ার ইসলামপন্থী সশস্ত্র সংগঠন বোকো হারাম ও আনসারু। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রনালয় তাদের এই পদক্ষেপের বিষয়টি প্রকাশ করে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, নাইজেরিয়ার অত্যাধিক সহিংসতা রোধে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এমন পদক্ষেপের মানে দাঁড়াচ্ছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলোর সতর্ক হয়ে ওঠা। এসব সংগঠনগুলোর সাথে কোনোরকম ব্যবসায়িক সম্পর্ক বা আর্থিক লেনদেনের বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নাইজেরিয়ায় ইসলামী রাষ্ট্র ও আইন কায়েমের উদ্দেশ্যে বোকো হারাম ২০০৯ সাল থেকে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। হাজারো মৃত্যুর জন্য বোকো হারামকেই দায়ী করা হয়। ২০১২ সালের প্রথম দিকে আনসারু বাহিনীর সৃষ্টি হয়।
চলতি বছরের মে মাস থেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট জোনাথন গুডলাক নাইজেরিয়ার বর্নোসহ ৩টি রাজ্যে জরুরি অবস্থা জারি করেন।