পবিত্র আশুরায় খালেদা জিয়ার বাণী

পবিত্র আশুরায় খালেদা জিয়ার বাণী

kaldaবিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন।

সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য এ দিনটি অত্যন্ত তাৎপর্যময় দিন উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “পবিত্র আশুরার এ দিনে ঘটেছিল এক শোকাবহ ঘটনা। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন।”

বেগম জিয়া বলেন, “কারবালা প্রান্তরে সেই হৃদয় বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং বেদনার্ত করে। সত্য ও ন্যায়ের জন্য তার আত্মত্যাগ বাংলাদেশসহ মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। অন্যায় অবিচার, অন্যায্য, অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য।”

তিনি আরো বলেন, “ইসলাম আমাদেরকে সে শিক্ষাই দেয়, যে শিক্ষায় মহানবী (সা.) ও আমাদের অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য যেকোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর