সরকার তাদের নিজস্ব পুলিশ বাহিনী দিয়ে মানুষ হত্যা করে তার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিএনপি নয়াপল্টনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, “সরকার বিরোধী দলের ৫ জন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিএনপির বুদ্ধিজীবিদের বাড়িগুলোকে টাগের্ট করেছে। কিন্তু তারা কোনো অপরিচিত ব্যক্তি নয়। বিএনপিকে ধ্বংস করতেই সরকার তাদের নিজস্ব এজেন্ড ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এগুলো করাচ্ছে।”
রিজভী বলেন, “বর্তমান সরকার অবৈধ তাই কাউকে গ্রেপ্তার ও রিমান্ড দেওয়ার ক্ষমতা তাদের নেই। অবিলম্বে অবৈধ রিমান্ড প্রত্যাহার করে নেতাদের মুক্তির দাবি জানান তিনি।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমাদেরকে মনে রাখতে হবে জনগণের আদালতই একমাত্র আদালত। কাউকে গ্রেপ্তার করা হলে তাকে কি শাস্তি প্রদান করা হবে তা ঠিক করবে জনগণ, অবৈধ সরকার নয়।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি কারো হুমকিতে ভয় পায় না। আন্দোলন চলছে আর এই আন্দোলন অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেওয়া হবে