সাঈদ কামরান প্রিন্সের মনোনয়ন শোডাউন

সাঈদ কামরান প্রিন্সের মনোনয়ন শোডাউন

saidশুভ শুভ শুভদিন- সামনে আসছে শুভদিন, নৌকা মাকায় ভোট দিন। এভাবেই মুহুর্মুহু স্লোগান-হাতে হাতে নৌকা আর ঢোল বাদ্য-বাজনা বাজিয়ে রাজধানীর শাহবাগ থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয় মুখোরিত হয়। আর এ এলাকাকে মিছিলে আর নির্বাচানী স্লোগানে মুখরিত করে তুলেছেন আওয়ামী যুবলীগ নেতা সাঈদ কামরান প্রিন্স (মোহব্বত)-এর সমর্থক-শুভানুধ্যায়ীরা।

এ সময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে যুবলীগ নেতা সাঈদ কামরান প্রিন্স প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন।

যেভাবে শুরু হয় শোডাউন : ঘড়ির কাটা যখন প্রায় দুপুর ২টা ২০ মিনিটের কাছাকাছি, ঠিক সেই মুহূর্তে যুবলীগ নেতা সাঈদ কামরান ২০ হাজার নেতাকর্মী নিয়ে শাহবাগ থেকে একটি বিশাল মিছিল বহর নিয়ে দোয়েল চত্বর হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে আসেন।

মনোনয়নপত্র সংগ্রহ : পটুয়াখালি-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জন্য দুপুর ২টা ২০ মিনটের দিকে আওয়ামী লীগ কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত একটি বুথ থেকে সাঈদ কামরান প্রিন্স (মোহব্বত) নিজ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেন।

এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির পঞ্চম দিনে সকাল থেকেই দলের বঙ্গবন্ধু এনিভিউয়ে কেন্দ্রীয় অফিসের সামনে ছিল নির্বাচনী উৎসব। মনোনয়ন প্রত্যাশী সাঈদ কামরান প্রিন্স মোহব্বতের মনোনয়ন শোডাউনের মধ্য দিয়ে তার পক্ষে সমর্থকদের নানামুখী স্লোগানে মুখর ছিল বঙ্গবন্ধু এভিনিউ এলাকা। এ সময় অনেকের হাতে ছিল আওয়ামী লীগের দলীয় পতাকা ও প্রতীক রং-বেরঙের নৌকা। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের হাস্যোজ্জ্বল ছবির পোস্টার হাতে হাতে নিয়ে সাঈদ কামরান প্রিন্স (মোহব্বত) সমর্থকরা তার পক্ষে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। এতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় মুখর হয়ে ওঠে।

এ বিষয়ে গলাচিপা-৩ (গলাচিপা-দশমিনা) আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বলেন, সাঈদ কামরান প্রিন্স (মোহব্বত)কে এবার দল থেকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।

তিনি বলেন, এলাকায় সাঈদ কামরান একজন সুনামধন্য ও সচেতন মানুষ হিসেবে পরিচিত। এছাড়া বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সুপরিচিতি রয়েছে সাঈদ কামরানের।

অনেকটা একই কথা জানান অপর এক রাজনীতিবিদ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাঈদ কামরান প্রিন্সকে মনোনয়ন দেওয়া হলে তার বিজয় সুনিশ্চিত।

বাংলাদেশ রাজনীতি