নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের উদ্যোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মাঠে শুক্রবার এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বক্তব্য রাখবেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশিষ্ট সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আবদুর রব, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুর কাদের সিদ্দিকী বীর উত্তম।
কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার শুধু ১৮ দলীয় জোটের একার দাবি নয়। এটা আমাদেরও দাবি। মহাসমাবেশকে সফল করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগ ও এর সহযোগী সংগঠন।”