আরবদের সরিয়ে নতুন ইহুদি বসতি

আরবদের সরিয়ে নতুন ইহুদি বসতি

ehudiসাধারণ আরব বেদুইন অধিবাসীদের উচ্ছেদ করে তাদের জায়গায় নতুন ইহুদি বসতি স্থাপন করছে ইসরাইল। ইসরাইলের বিরুদ্ধে দেশটির একটি মানবাধিকার সংস্থা এ অভিযোগ তুলেছে।

মঙ্গলবার ইসরাইলি আরবদের আদালাহ নামের একটি মানবাধিকার সংস্থা নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ‘বর্ণবাদী’ নীতির সমালোচনা করে এ অভিযোগ তোলে।

সংস্থাটি জানিয়েছে, আরব বেদুইনদের একটি গ্রাম থেকে উচ্ছেদ করে তাদের জায়গায় ইসরাইল সরকার নতুন করে একটি ইহুদি শহর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে রোববার ইসরাইলের সরকার তাদের দক্ষিণাঞ্চলীয় নেগেভে দুটি নতুন ইহুদি কমিউনিটি গড়ে তোলার অনুমোদন দিয়েছে। সরকার ওই দুই কমিউনিটির নাম দিয়েছে কেসিফ এবং হিরান।

সংস্থাটির ভূমি ও পরিকল্পনা বিষয়ক পরিচালক সুহাদ বিশারা বলেন, ইসরাইল “হিরান শহর গড়ে তোলার উদ্দেশেই নেগেভের উম্ম এল-হেইরানের আরব বেদুইন নাগরিকদের স্বীকৃতি না দিয়ে তাদের উচ্ছেদকে আরো তরান্বিত করেছে। একইসাথে উম্ম এল-হেইরানের লোকজনকে তারা বের করে দিয়েছে।”

বিশারা অভিযোগ করে বলেন, ইসরাইল যেমন অন্যায়ভাবে ফিলিস্তিনিদের ভূমি দখল করে নতুন বসতি স্থাপন করছে। তেমনি বেআইনিভাবে খোদ ইসরাইলের অভ্যন্তরীণ আরবদের ব্যাপারেও ‘বর্ণবাদী নীতি’ বাস্তবায়ন করছে।

 

আন্তর্জাতিক