শেষ চার বলে জয় কিউইদের

শেষ চার বলে জয় কিউইদের

ses4শেষ চার বলে নাথান ম্যাককালামের নজরকারা ব্যাটিং প্রর্দশনীতে, শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিল নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ চার বলে তাদের প্রয়োজন ছিল ১৭ রান।

বোলার ছিলেন রঙ্গনা হেরাথ। ব্যাট হাতে নাথান ম্যাককুলাম মারেন ৬,৪,৬,৬! এভাবেই চার বলের চারটিই সীমানা ছাড়া করেন তিনি। তার ব্যাটই দলকে উপহার দেয় চার উইকেটের দারুণ এক জয়।

নাথান ম্যাককালাম মাত্র নয় বলে তিন ছয় ও তিন চারে করেন ৩২ রান। এর আগে টসে জিতে ব্যাট করতে নামে লঙ্কানরা। বৃষ্টির কারণে ২৩ ওভার ব্যাট করে ১৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। সাঙ্গাকারা অপরাজিত ছিলেন ৭১ রানে ও দিলশান ৫৫ রানে। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৯৮।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনার ল্যাথামের ৮৬ ও শেষের দিকে নাথান ম্যাককুলামের ঝড়ো ৩২ রানের সুবাদে জয় পায় সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১৩৮/১ (২৩ ওভার)
নিউজিল্যান্ড: ২০৩/৬ (২৩ ওভার) ডি/এল

খেলাধূলা