ভারতের কেরালা রাজ্যের কোচিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে সিনর জালমান এবং ইয়াফা সিনয় নামে এক ইসরায়েলি দম্পতিকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।
ইসরায়েলি ওই দম্পতি একটি বিশেষ গোপন অভিযান নিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে জানা যায়।
ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
তাদের দেওয়া তথ্য মতে, ‘ওই ইসরাইলি দম্পতি গত ৩ মার্চ ২০১০ সালে মাল্টিপল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে।তারা কোচি দুর্গের সামনে রোজ স্ট্রিটে মাসিক ৫০ হাজার রুপিতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতো। যা স্বাভাবিক বাজার মূল্যের চেয়ে বেশি।’
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় গোয়েন্দারা তাদের খবর পায়। এবং তাদের অবস্থান সনাক্ত করতে দেশের সব রাজ্যকে সতর্ক করে দেয়। পরে ওই দম্পতিকে কোচি দুর্গের কাছাকাছি একটি জায়গা থেকে আটক করা হয়।
গোয়েন্দারা বলছেন, তারা ২০০৮ সালে মুম্বাইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার পরই এ গোপন অভিযানের ব্যাপারে প্রথম জানতে পারেন।
ওই দম্পতিকে গ্রেফতারের পর এখন তাদের অর্থের উৎস ও অন্যান্য কয়েকটি ব্যাপারে তদন্ত চলছে। এছাড়া ভারতের আরও কয়েকটি জায়গায় বেশ কিছু ইসরায়েলি গোপন অভিযান নিয়ে অবস্থান করছে বলেও খবর পেয়েছেন তারা।