নাটোরের কাদিরাদ সেনানিবাসে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ৬ষ্ঠ কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠান।
মঙ্গলবার সকালে সেনানিবাসের শহীদ শামসুল হুদা প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক ভাবে নবনিযুক্ত কর্নেল কমান্ডেন্ট, মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খানকে ব্যাজ পরিয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল আবুল হোসেন, বগুড়ার ভারপ্রাপ্ত এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল আলম ও কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট, ব্রিগেডিয়ার জেনারেল গাজী ফিরোজ রহমানসহ উর্ধতন সামরিক কর্মকর্তারা।
পরে নব নিযুক্ত কর্নেল কমান্ডেন্ট সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন এবং দরবারে ইঞ্জিনিয়ার কোরের অফিসার, জেসিও ও সৈনিকদের উদ্যেশ্যে ভাষন দেন।
নবনিযুক্ত কর্নেল কমান্ডেন্ট সেনানিবাসের স্মৃতি অম্লানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং অফিসার সম্মেলনে যোগ দেন।