জয়ের মিট দ্য প্রেস ঢামেক মিলনায়তনে

জয়ের মিট দ্য প্রেস ঢামেক মিলনায়তনে

joyপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের ‘মিট দ্য প্রেস’ এর স্থান পরিবর্তন করা হয়েছে। ধানমণ্ডি ৩ নম্বরে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের বদলে এই মতবিনিময় হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, মঙ্গলবার বিকেল তিনটা ৪৫ মিনিটে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন জয়। সাম্প্রতিককালে হরতালের সহিংসতায় অগ্নিদগ্ধদের দেখতে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে যাবেন তিনি। এ কারণে অনুষ্ঠানের ভেন্যু ঢামেক হাসপাতালের মিলনায়তনে স্থানান্তর করা হয়েছে। আর সময় পিছিয়ে দেওয়া হয়েছে ৪৫ মিনিট। এর আগে বিকেল ৩টায়  এটি হওয়ার কথা ছিল।

আশরাফুল আলম খোকন জানান, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সজীব ওয়াজেদ জয় আসন্ন নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ আওয়ামী লীগ যেসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে, তা তুলে ধরবেন। বাংলাদেশকে কিভাবে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে জয় তার নিজস্ব চিন্তা-চেতনাগুলোও সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করতে চান বলে জানান তিনি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তিগত উন্নয়নের পথে বাংলাদেশের সকল সম্ভাবনা দিক তুলে ধরে কথা বলবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

 

রাজনীতি