ইরানের বাণিজ্য, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাফদার রাহমাত আবাদি অজ্ঞাতনামা এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।
স্থানীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে তেহরানে সাফদার রাহমাত আবাদিকে মাথায় এবং বুকে গুলি করে এক দুর্বৃত্ত।
পুলিশ দাবি করছে, সম্ভবত বন্দুকধারী মন্ত্রীর গাড়ির ভিতরেই অবস্থান করেছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
এর আগে বুধবার এক অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে এক সরকারি প্রসিকিউটর নিহত হন