দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে বিতরণের প্রথম দিনেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের হেভিওয়েট অনেক নেতা।
রোববার সকাল ১০টা ৩১ মিনিটে গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে শীর্ষ নেতারা এ মনোনয়ন ফরম কিনেন।
ফরিদপুর ২ আসনের জন্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কিশোরগঞ্জ ১ আসনের জন্য সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়ন ফরম কেনেন।
এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা মনোনয়ন ফরম কিনেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ মান্নান, আবুল কালাম আজাদ, ব্যারিস্টার ফজলে নুর তাপস, নসরুল হামিদ বিপু, ড. আওলাদ হোসেন, মাইনুল হোসেন খান নিখিল উল্লেখযোগ্য।
চট্টগ্রাম বিভাগের চাঁদপুর-১ আসন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর ৩ আসন থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মনোনয়ন ফরম কিনেছেন।
এছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুইয়া, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, চট্রগ্রাম আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম (বিএসসি), পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, আজম নাসির উল্লেখযোগ্য।
রাজশাহী বিভাগ থেকে যারা মনোনয়ন ফরম কিনেছেনমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অধ্যক্ষ আহাদ আলী সরকার, জুনায়েদ আহমেদ পলক, জিন্নাতুন নেসা তালকুদার, শাহীন মনোয়ার হক উল্লেখযোগ্য।
রংপুর বিভাগ থেকে যারা মনোনয়ন ফরম কিনেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, ত্রান ও দুযোর্গ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অভিনেতা আসাদুজ্জামান নুর, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া উল্লেখযোগ্য।
খুলনা থেকে যারা ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে পাট ও বস্ত্র মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরেন শিকদার, ননী গোপাল, পঞ্চানন বিশ্বাস, আব্দুল হাই, সোলায়মান জোয়ার্দার সেলিম উল্লেখযোগ্য।
সিলেট বিভাগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন ৫২ জন। বরিশাল বিভাগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন ৫৮ জন।
মনোনয়ন ফরম বিক্রি আগামী ১৬ নভেম্বর পর্যন্ত চলবে। তবে প্রয়োজনে সময় সীমা আরো বাড়ানো হতে পারে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফর্ম বিতরণ চলবে।