মিস ইউনিভার্স গ্যাব্রিয়েলা

মিস ইউনিভার্স গ্যাব্রিয়েলা

bvcবিপ্লবী নেতা হুগো শেভেজের দেশের মেয়ে গ্যাব্রিয়েলা ইজালা জিতে নিলেন এবারের মিস ইউনিভার্সের মুকুট। ৮৬ জন প্রতিযোগিকে পিছনে ফেলে তিনি হয়েছেন ২০১৩ সালের সেরা সুন্দরী।

বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৬২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার এবারের আসরটি বসে রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্পেনের প্যাট্রিসিয়া রড্রিগজ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ইকুয়েডরের কনসটাঞ্জা বায়েজ।

স্থানীয় সময় শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় এবারের বিশ্বসুন্দরী বাছাইয়ের চূড়ান্ত আসর। মঞ্চে স্ব স্ব দেশের জাতীয় পতাকা নিয়ে আসেন সুন্দরীরা। পরিবেশিত হয় নানা আয়োজন। এরপর আসে চূড়ান্ত সময়। ৮৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট মাথায় তুলেছেন ২৫ বছর বয়সী গ্যাব্রিয়েলা।

মিস ইউনিভার্স নির্বাচনের জন্য বিচারকের দায়িত্ব পালন করেছেন মার্কিন গায়ক ও গীতিকার স্টিভেন টাইলার, রুশ সুপারমডেল অ্যানি ভি, মার্কিন মডেল ও অভিনেত্রী ক্যারল অল্ট।

গ্যাব্রিয়েলার মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দিয়েছেন গত বছরের মিস ইউনিভার্স অলিভিয়া কালপো।

আন্তর্জাতিক