ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপাইনে কমপক্ষে ১০ হাজার মানুষ মারা গেছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
তবে ফিলিপাইন সরকার এখন পর্যন্ত মৃতের সংখ্যা হাজারের কিছু বেশি বলে স্বীকার করেছে। আঞ্চলিক পুলিশ প্রধান এলমার সরিয়া প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বিবিসিকে জানান, লেটে অঞ্চলেই কমপক্ষে ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে তারা আশংকা করছেন।