মার্কিন নৌবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী পারমানবিক যুদ্ধবিমানবাহী জাহাজের নামকরণ করেছে। নতুন এ বিমানের কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের নাম অনুসারে এ বিমানের নামকরণ করা হয়েছে।
এটাই প্রথম বিমানবাহী জাহাজ যা কিনা ১০টি বিমান একসাথে বহন করতে সক্ষম। শুধু তাই নয়, এর পাশাপাশি এতে প্রায় একহাজার নাবিক থাকতে পারবেন। নির্মাণের বাজেটের ২২ শতাংশ অতিক্রম করেছে এই জাহাজটি। এ বিমান তৈরিতে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ পড়ছে। এর ফলে আমেরিকার বাজেটে চাপ বাড়ছে প্রতিনিয়ত ।
২০১৬ সাল নাগাদ এই শেষ হবে বিশালাকার এই বিমানবাহী জাহাজের কাজ। এরপর তা পরীক্ষামূলক ভাবে সমুদ্রে চালানো শুরু করা হবে। জেরাল্ড ফোর্ডকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে আধুনিক বিমানবাহী জাহাজ বলে দাবি করা হয়েছে। আমেরিকার নৌ অপারেশনের প্রধান অ্যাডাম জোনাথন গ্রিনার্ট একে ‘প্রযুক্তিগত বিস্ময়’ বলে অভিহিত করেছেন।