দু’দিন বিরতি দিয়ে রোববার বিকেলে বসছে জাতীয় সংসদের ১৯তম অধিবেশন। বিকেল সাড়ে চার টায় অধিবেশনের সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
গত বৃহস্পতিবার ১৯তম অধিবেশন শেষ হওয়ার কথা থাকলেও ৯ নভেম্বর সংসদের অধিবেশন চলবে বলে জানিয়েছিলেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। কিন্তু আগামী দিনে সংসদের বৈঠক কতদিন চালবে এ ব্যাপারে কিছুই জানাননি তিনি।
এর আগে সংসদের ১৯তম অধিবেশন শুরু হয় গত ১২ সেপ্টেম্বর। এ অধিবেশন উপলক্ষে কার্য-উপদেষ্টা কমিটির প্রথম সভায় চলতি অধিবেশন গত ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর কথা ছিল। কিন্তু গত ২৩ অক্টোবর সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ বৃদ্ধি করে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দিনের কার্যসূচির অনুযায়ী, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ করে (বিধি-৭১)-এর গৃহীত নোটিশসমূহের ওপর আলোচনা ও মনোযোগ আকর্ষণ এবং কমিটির রিপোর্ট উপস্থাপন করা হবে।
আইন-প্রণয়ন কার্যাবলী মধ্যে রয়েছে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০১৩ উত্থাপন করবেন। বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ১৯৭৭ রহিতক্রমে পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনীত একটি বিল বাংলাদেশ তাঁত বোর্ড বিল, ২০১৩ উত্থাপন করবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর অধিকতর সংশোধনকল্পে আনীত একটি বিল আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০১৩ উত্থাপন করবেন। কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী (সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর সংশোধনকল্পে আনীত বিলটি দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১২ পাস করার জন্য প্রস্তাব করবেন। এছাড়া পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইন রহিতক্রমে কতিপয় সংশোধনীসহ পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনীত বিলটি পাস করার জন্য উত্থাপন করবেন।