হরতালের প্রতিবাদে মানবন্ধন

হরতালের প্রতিবাদে মানবন্ধন

aligবিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

রোবাবর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

মববন্ধনে বক্তারা বলেন, ১৮ দল হরতাল ডেকেছে শুধু কিছু মানুষকে হত্যা, জনগণের সম্পদ নষ্ট এবং লাখ লাখ শিক্ষার্থীর লেখাপড়ার ব্যাঘাত ঘটনোর উদ্দেশ্যে। এই হরতাল করে তারা সরকারের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “বিগত হরতালে যত মানুষ মারা গেছে, তাদেরকে হত্যার অভিযোগে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে গ্রেপ্তার করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

 

রাজনীতি