দলের প্রথম মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

দলের প্রথম মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

aligআওয়ামী লীগের নির্বাচনী মনোনয়নপত্র প্রথম কিনেছেন দলের সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দলটির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১০ টায় শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দুটি মনোনয়নপত্র কিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গণপূর্ত প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

এদিকে মনোনয়নপত্র সকাল ১০টা থেকে বিতরণ করার কথা থাকলেও সকাল ৮টা থেকে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সাথে আসা নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের নিচে ভিড় করেন।

অন্যদিকে কার্যালয়ের ৩ তলায় ৭ বিভাগের জন্য ৭ টি কক্ষ বরাদ্দ করা হয়েছে। সেখান থেকে আলাদা আলাদাভাবে মনোনয়নপত্র বিক্রি করা হবে।

মনোয়নপত্র বিতরণের উদ্বোধন শেষে সৈয়দ আশরাফ বলেন, “আমরা সব সময় নির্বাচনে বিশ্বাসী, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস, নির্বাচনের ইতিহাস।”

আজকের দিনটিকে গণতন্ত্রের জন্য শুভ দিন মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, “সকল রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করবে বলে আমি বিশ্বাস করি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সকল দলের অংশগ্রহণ আশা করছে।”

তিনি জানান, আওয়ামী লীগের এই মনোনয়নপত্র আগামী ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর