মার্কিন সিনেটে সমকামী অধিকার বিল পাশ

মার্কিন সিনেটে সমকামী অধিকার বিল পাশ

somoকর্মস্থলে সমকামী ও ট্রান্সজেন্ডার শ্রমজীবী নারী-পুরুষের বিরুদ্ধে বৈষম্য ও হয়রানি প্রতিরোধে ‘সমকামী অধিকার বিল’ পাশ করেছে মার্কিন সিনেট।

বৃহস্পতিবার মার্কিন সিনেটে ইম্পলয়মেন্ট নন-ডিসক্রিমিনেশন এ্যাক্ট নামের বিলটি পাশ হয়। বিলটির পক্ষে ৬৪ এবং বিপক্ষে ৩২ সিনেটর ভোট দেন। ৬৪ জনের মধ্যে ১০ জন রিপাবলিকানও ছিল।

পাশ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। ওবামা বলেন, বিলটি ‘অন্যায় ও বৈষম্যের অবসান করতে সাহায্য করবে’।

তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি কক্ষের স্পিকার জন বয়েনার বিলটির বিরোধিতা করেছেন। এর ফলে বিলটির ভবিষ্যত কি হবে তা এখনোর পরিষ্কার নয়।

কারণ সিনেটে বিলটি পাশ হলেও চূড়ান্ত অনুমোদনের জন্য কংগ্রেসের প্রতিনিধি কক্ষেও বিলটি পাশ হতে হবে। প্রতিনিধি কক্ষে রিপাবলিকানের সংখ্যা বেশি হওয়ায় বিলটির আইনে পরিণত হওয়া নিয়ে যথেষ্ট আশঙ্কা আছে। অধিকাংশ রিপাবলিকানই সমকামীদের স্বীকৃতির বিরোধিতা করে আসছে।

 

আন্তর্জাতিক