‘হরতাল প্রত্যাহার করে সংলাপে আসুন’

‘হরতাল প্রত্যাহার করে সংলাপে আসুন’

joyবিরোধী দলকে হরতাল প্রত্যাহার করে সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা বারবার বলছেন, তাকে আবারো সংলাপের নিমন্ত্রণ জানাতে। আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি। এখন হরতাল প্রত্যাহার করে নিমন্ত্রণ রক্ষা করুন। হরতাল ও সংলাপ এক সাথে চলতে পারে না।”

শুক্রবার রাতে সিলেট মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয় বলেন, “আবারো ৭২ ঘণ্টার হরতাল দেওয়া হয়েছে। আর বিএনপি-জামায়াতের হরতাল হলো নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও মানুষ খুন। বাংলার মানুষ তা চায় না।”

২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যকে মিথ্যাচার আখ্যায়িত করে এই নৃশংস গ্রেনেড হামলার জন্যে বিরোধীদলীয় নেতার ছেলে তারেক রহমানকে দায়ী করেছেন জয়।

তিনি বলেন, “আওয়ামী লীগ ধ্বংসাত্মক রাজনীতি করে না। যা কিছু দেশ ও জাতির জন্যে কল্যাণকর তাই করে।”

‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ দেশ গড়তে জয় আবারো নৌকায় ভোট দিতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্ব এতে বিশেষ অতিথি ছিলেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি। পরিচালনায় ছিলেন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও কেন্দ্রীয় নেতা এস. এম কামাল হোসেন।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

সমাবেশে সজীব ওয়াজেদ জয় ও রেদওয়ান মুজিব সিদ্দিকী ববিকে ক্রেস্ট প্রদান এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর স্বামী ক্রিস্ট ও শেখ রেহানার আরেক মেয়ে রূপন্তীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

রাজনীতি