বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মওদুদ আহমেদকে আটক করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে সাদা পোশাকধারী পুলিশ মওদুদকে আটক করে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আহসান।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৮টার দিকে একই স্থান থেকে এমকে আনোয়ারকে আটক করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান পরিবর্তন ডটকমকে বলেন, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন এম কে আনোয়ার, ব্যারিস্টার মওদুদ আহমেদসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ তাদের তুলে নিয়ে যায়।
রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাদের নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাত সোয়া দশটার দিকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহেদা রফিক রাতের খাবার ও টুকিটাকি জিনিসপত্র নিয়ে ডিবি অফিস যান। তিনি সাংবাদিকদের বলেন, টেলিভিশনে গ্রেপ্তারের খবর শুনে এসেছেন।
ডিবি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিএনপির আরো নেতা গ্রেপ্তার হতে পারেন।