শিক্ষকরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে আসায় আবারো প্রাণ ফিরে পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শনিবার শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস এলাকা।
উপাচার্যের পদত্যাগ দাবিতে দফায় দফায় শিক্ষকদের কর্মবিরতি ও ধর্মঘটের কারণে গত ৫ মাসের অধিকাংশ সময়ই ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ গত ২২ অক্টোবর থেকে কর্মবিরতি ও ২ নভেম্বর থেকে সর্বাত্মক ধর্মঘটে যায় শিক্ষক সমিতি। ফলে নিয়মিত ক্লাস-পরীক্ষা ব্যাহত হয়।
পাশাপাশি শিক্ষকদের ধর্মঘটের কারণে থমকে যায় প্রশাসনিক কর্মকাণ্ড। অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়।
সর্বশেষ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদের নির্দেশনার প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষকরা।
ওই দিন রাতে কার্যনির্বাহী কমিটির জরুরি সাধারণ সভা শেষে ক্লাসে ফিরে আসার সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি।
শনিবার সকালে বেশ কয়েকটি বিভাগ ঘুরে দেখা গেছে, বিভিন্ন বর্ষের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে দীর্ঘ আন্দোলনের পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
ক্যাম্পাসের আড্ডাস্থলগুলোতে আড্ডায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। তবে ক্লাস শুরু হলেও ইয়ার ফাইনাল এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে চিন্তিত অনেক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের মনে শঙ্কা, সামনে জাতীয় নির্বাচন। দেশের পরিস্থিতি স্থিতিশীল না হলে তাদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাবে আরো কয়েকটি মাস।
এ অবস্থায় শিক্ষকদের প্রতি তারা আবেদন করেন, শিক্ষকদের দাবি আদায়ে যেন তাদের শিক্ষাজীবনকে জিম্মি করা না হয়।
ক্লাসে ফিরতে পেরে বেশ খুশি লাগছে বলে জানিয়েছেন আন্দোলনকারী ‘সাধারন শিক্ষক ফোরাম’ এর সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান।
তিনি বলেন, “আমরা সব সময়ই ক্লাসে থাকতে চাই। মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে ক্লাসে ফিরতে পেরে খুব ভালো লাগছে।”
এদিকে শিক্ষকরা ক্লাসে ফিরে আসায় তাদের ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।
পরিবর্তন’কে তিনি বলেন, “আজ বেশ ভালো লাগছে। আশা করি শিক্ষকরা নিয়মিত ক্লাসে থাকবেন।”