আগামী ৯ নভেম্বর মৌলভীবাজারের বড়লেখায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী দশম জাতীয় নির্বাচনের প্রচারণার জন্য মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে।
মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী জানান, প্রধানমন্ত্রীর আগমন সফল করতে তার নেতৃত্বে শতাধিক গাড়িবহর জনসভাস্থলে যোগ দেবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, জেলার সাতটি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শহরের মোড়ে মোড়ে ব্যানার, প্ল্যাকার্ডে সাজানো হচ্ছে।
তিনি আরো জানান, “৯ নভেম্বর দুপুরে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর বড়লেখার সুজা নগরে পৌঁছাবেন। এরপর এতিম প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ইটাউড়ী মহিলা দাখিল মাদ্রাসার একাডেমি ভবন, চান্দগ্রাম এইউ দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন ও জুড়ী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমি ভবনের উদ্বোধন করবেন।”
এছাড়া তিনি বড়লেখা থানা ভবন, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, কাঁঠালতলী-মাধবকুন্ড সড়ক পুনর্বাসন, পাথরিয়া ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণ, বড়লেখা উপজেলায় ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম-কাম মাল্টিপারপাস হলসহ জুড়ী হাসাপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।