বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন “৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা এই সরকারকে নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্ববধায়কের দাবি মেনে নিতে বাধ্য করবো।”
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে চন্দ্রিমা উদ্যানে এসে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এসময় বেগম জিয়ার পরনে ছিল অফ হোয়াইট রঙের শাড়ি।
এরপর তিনি দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করেন। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় চিফ হইপ জয়নাল আবেদিন ফারুক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামীমুর রহমান শামীম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ আরো অনেকে। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর দিকভ্রান্ত জাতিকে পথের দিশা দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ‘বাকশাল’ হটিয়ে তিনি দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন।”
আজ অশুভ একটি চক্র গণতন্ত্র বিনষ্ট করে আবারো দেশে ‘বাকশাল’ কায়েম করতে চায় বলে দাবি করেন ফখরুল।
তিনি বলেন, “সাত নভেম্বরের মতো জনতার অভ্যুত্থানের মাধ্যমে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের দাবি মানতে বাধ্য করা হবে।”
সরকার মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্ব হরণ এবং মানবাধিকার লঙ্ঘন করছে এমনটা দাবি করে ফখরুল বলেন, “৭ নভেম্বর আমাদের নতুন করে সার্বভৌমত্ব রক্ষায় উদ্দীপ্ত করে।”