আফগান উদ্বাস্তুদের ভোলেনি জাতিসংঘ

আফগান উদ্বাস্তুদের ভোলেনি জাতিসংঘ

IRAN-AFGHANISTAN-UN-REFUGEESজাতিসংঘের উদ্বাস্তু বিভাগের হাই কমিশনার জ্যানেট লিম সম্প্রতি ইরান সফর করেছেন। সফরকালে আনুষ্ঠানিকভাবে তিনি জানান, ইরানে ৮ লক্ষ ৪০ হাজার আফগান উদ্বাস্তুর বিষয়টি ভোলেনি জাতিসংঘ।

ইউএনএইচসিআর’এর সহকারী হাই কমিশনার জ্যানেট লিম জানান, সম্প্রতি পুরো বিশ্ব সিরিয়ার সংকট নিয়ে ব্যস্ত। কিন্তু তাই বলে ইউএনএইচসিআর বড় অঙ্কের আফগান উদ্বাস্তুদের ভুলে যায়নি।

জ্যানেট লিম ইরানে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আফগান উদ্বাস্তু শিবিরে তিন দিনের সফরে গিয়েছিলেন। তিনি আরো জানান, প্রায় ৩০ বছর ধরে তেহরান বড় একটি অবদান রাখছে উদ্বাস্তুদের আশ্রয় দিয়ে।

তবে জ্যানেট এ বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করতেও ভোলেননি। আফগান উদ্বাস্তুদের ব্যয়বহুল চিকিৎসা সেবা এবং কর্ম সংকট নিয়ে সতর্ক করেন তিনি।

উদ্বাস্তুদের স্বাস্থ্যসেবা বিষয়ক সমস্যা দূর করতে ইউএনএইচসিআর ২০১২ সালে স্বাস্থ্য বীমা চালু করে। এ বীমার আওতায় এখন পর্যন্ত ২ লক্ষ উদ্বাস্তুদের চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।

জাতিসংঘের ভাষ্যমতে, ২০১৩ সালের শুরুতে ৬ হাজার ৪শ আফগান উদ্বাস্তুদের দেশে ফেরত পাঠায় ইরান।

 

আন্তর্জাতিক