আন্দোলনে জাবি শিক্ষার্থীরাও

আন্দোলনে জাবি শিক্ষার্থীরাও

zabiক্লাস-পরীক্ষাসহ সচল বিশ্ববিদ্যালয়ের দাবিতে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১২টায় প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুর রহমান শিশির। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাকারিয়া বলেন, “আমাদের বাবা মা আমাদের অর্থের যোগান দিচ্ছেন। শিক্ষকদের সমস্যার বলি আমরা কেন হব?”

‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’ এর আহবায়ক সোলাইমান ইসলাম মুন্না বলেন, “শিক্ষকদের উদ্দেশ্যে বলছি আপনারা ক্লাসে ফিরে আসেন। ভিসি স্যারের উদ্দেশ্যে বলবো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।”

শিক্ষকদের উদ্দেশ্য করে আরেক শিক্ষার্থী রিয়াজ বলেন, “ক্লাস পরীক্ষা আমাদের অধিকার। আমাদের অধিকার কেড়ে নিয়ে কেন আপনাদের আন্দোলন করতে হবে? পাশাপাশি এ পরিস্থিতির জন্য ভিসি স্যারও দায় এড়াতে পারেন না।”

সমাবেশে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারন সম্পাদক রাজিব আহমেদ রাসেলসহ সংগঠনের নেতা-কর্মীরা। বিভিন্ন সময় বহিষ্কৃত অনেক শিক্ষার্থীকেও উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সৌমিত চন্দ জয়দ্বীপ।

বাংলাদেশ