পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকার বেশি মানা হবে না বলে জানিয়ে দিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে মজুরি বোর্ড যদি তাদের ৫৩০০ টাকার প্রস্তাব থেকে সরে না আসে তবে দেশের সব পোশাক কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার বিকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এ ঘোষণা দেন। পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে চলমান সংকটে নিজেদের অবস্থান পরিস্কার করতেই বিজিএমইএ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনের আগে বিজিএমই ও বিকেএমইএ নেতাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। ‘সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি দেয়ার সামর্থ্য মালিকদের নেই’ সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিকিএমইএ সভাপতি সেলিম ওসমান উপস্থিত ছিলেন।
সোমবার পোশাক শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা করার সুপারিশ করে মজুরি বোর্ড। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। শুরুতে শ্রমিকরা আট হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করেছিল। মালিকপক্ষ প্রথমে তিন হাজার ৬০০ টাকা দিতে রাজি হলেও পরে চার হাজার ২৫০ টাকার প্রস্তাব দেয়। পরে মজুরি বোর্ড ৫ হাজার তিন’শত টাকা নির্ধারণ করে। এই মজুরি মালিক ও শ্রমিক কোনো পক্ষই মেনে নেয়নি।