অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা!

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা!

noakaliছয় মাসের এক অন্তঃসত্তা স্ত্রী জরিনা খাতুন খুকি (২৫) কে পারিবারিক কলহের জের ধরে পাষণ্ড স্বামী আরমান ও তার পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় হরণীচান্দি ইউনিয়নের সিরাজপুর গ্রামের সোলেমান বাজার নামক স্থানে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড বলে জানা গেছে।

নিহতের পিতা অলি উল্যা ও এলাকার সূত্রে জানা যায়, ৭ বছর পূর্বে তমরুদ্দির ইউপি জোরখালীর বাজারের অলি উল্যার মেয়ে জরিনা খাতুনের সাথে সোলেমান বাজারের ইলিয়াস আলীর ছেলে আরমানের বিয়ে হয়। আরমান বাহিনীর সদস্য হয়ে এলাকায় ডাকাতি ও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এসব অপকর্মে স্ত্রী বাধা দিলে সে স্ত্রী খুকি কে প্রায় মারধার করত। নিহতের পিতা অলি উল্যা আরমান ও তার পরিবারের নামে ইতোপূর্বে হাতিয়া থানায় জি.ডি করলে তারা তাকে রাস্তায় একা পেয়ে হত্যার চেষ্টা করে।

এছাড়া জরিনার স্বামী আরমানের বোন মৌসুমীকে ওলি উল্যার ছেলে মিরাজ প্রেম করে বিয়ে করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে চলছে পারিবারিক কলহ ও বিরোধ। এসব ঘটনার জের ধরে সোমবার গভীর রাতে আরমান ও তার পরিবারের সদস্যরা জরিনা খাতুনকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে।

মঙ্গলবার দুপুরে খবর পেয়ে মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির ইন-চার্জ এসআই আবদুল হাই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্টীমারঘাট পুলিশ ফাঁড়িতে লাশ নিয়ে আসে।

এদিকে, পুলিশ আসার খবর পেয়ে দস্যু আরমান পালিয়ে যায়। এ বিষয়ে নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

এ বিষয়ে মোরশেদ বাজার ফাঁড়ির ইন-চার্জ এস আই আবদুল হাই ঘটনার সত্যতা স্বীকার করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত সৈয়দ ফজলে রাব্বী ও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ময়না তদন্তের পর রহস্য বেরিয়ে আসবে।”

জেলা সংবাদ