সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ‘ব্যর্থতায়’ ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব সামনে আয়োজিত এক মানব বন্ধনে পরিষদের নের্তৃবৃন্দ পাবনার সাথিয়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় এ ক্ষোভ প্রকাশ করেন। নের্তৃবৃন্দের অভিযোগ, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সীমাহীন ব্যর্থতা দেশবাসীকে নিদারুণভাবে হতাশ করেছে।”
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বাধীনতা পরবর্তী সময়ে, বিশেষ করে ৭৫’র পর থেকে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকট ও নির্বাচনের সুযোগ নিয়ে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের টার্গেট করে অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে তাদের দেশত্যাগে বাধ্য করার নীলনকশা বাস্তবায়ন করে চলেছে। অন্যদিকে দেশের গণতান্ত্রিক দলসমূহ একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে সংখ্যালঘুদের ক্ষেত্রে দায়মুক্তির সংষ্কৃতি বহাল রেখেছে।”
নের্তৃবৃন্দ বলেন, “সাথিয়ার ঘটনা রামুর ঘটনাকেও হার মানিয়েছে।”
মানব বন্ধন থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানানো হয়।
ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রানা দাসগুপ্ত, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাসুদেব ধর, নির্মল কুমার চ্যাটার্জী, ভিক্ষু সুনন্দ প্রিয়সহ আরো অনেকে।