‘সংলাপে আমরা আশাবাদী’

‘সংলাপে আমরা আশাবাদী’

fakবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে শেষ মুহূর্ত পর্যন্ত সংলাপের ব্যাপারে আশাবাদী।”

“আশা করি, সরকারের শুভবুদ্ধির ঊদয় হবে। সংলাপের জন্য আমরা চিঠি দিলেও তার কোনো উত্তর দেয়নি” বলে জানান তিনি।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলের ডাকা টানা দ্বিতীয় দফায় ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার তিনি এ কথা বলেন।

বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “সাধারণ জনগণের ওপর আস্থা হারিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দেউলিয়া হয়ে গেছে। জনগণকে বিভ্রান্ত করে দৃষ্টি ভিন্নদিকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারেক রহমানকে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যে চিঠি পাঠিয়েছে। কিন্তু জনগণ এতো বোকা নয়।”

বিডিয়ার বিদ্রোহের রায় নিয়ে তিনি বলেন, “বিডিআর বিদ্রোহ মামলার রায় হওয়ার আগ মুহূর্তে জনগণকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সুপরিকল্পতভাবে বিএনপিকে জড়িয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে। বিডিআর বিদ্রোহের পর স্থানীয় গণমাধ্যমে ঘটনার সাথে সরকারের বিভিন্ন লোক জড়িত এমন খবর বেরিয়েছিল। সরকারের পক্ষ থেকে বিদ্রোহের ঘটনা তদন্ত করা হলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এমনকি সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনও প্রকাশিত হয়নি। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের দায় অন্যের ওপর চাপাতেই দূরভিসন্ধিমূলকভাবে পিন্টুকে শাস্তি দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী সিএনএন-এর আই রিপোর্টের ওপর ভিত্তি করে বক্তব্য রেখেছেন। ওই ধরনের আই রিপোর্ট যে কেউ সিএনএন-এ অ্যাকাউন্ট খুলে আপলোড করতে পারেন। এজন্য সিএনএন দায়ী থাকে না। আর ওই রিপোর্টকে কোড করে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যে জনগণের আস্থা নেই।”

ফখরুল বলেন, “ভারতের আনন্দবাজার পত্রিকায় আইএসআই’র সঙ্গে তারেক রহমানের সম্পৃক্ততা নিয়ে যে সংবাদ পরিবেশন করেছে, বিএনপি তার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছে। বুধবার বিএনপির সেই প্রতিবাদ লিপি পত্রিকাটি প্রকাশ করেছে।

বিএনপি মুখপাত্র বলেন, ‘এসব বিভ্রান্ত সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করা যাবে না। ডেইলি স্টার ও এশিয়ান ফাউন্ডেশর জরিপে প্রমাণিত হয়েছে, প্রতিনিয়ত বিএনপির প্রতি জনসম্পৃক্তা বেড়েই চলছে।”

বিকেল ৪টায় বিএনপির কার্যালয়ে আগামী দিনের কর্মসূচিসহ বিগত ৩ দিনের হরতাল নিয়ে বিস্তারিত বর্ণনা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বাংলাদেশ রাজনীতি