পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে মালিকপক্ষ এ মজুরি প্রত্যাখান করেছে।
সোমবার রাজধানীর তোপখানা রোডের মজুরি বোর্ডের কার্যালয়ের সভায় বোর্ডের চেয়ারম্যান একে রায় এ সিদ্ধান্তের কথা জানান।
মালিকপক্ষের আশরাফুজ্জামান দীপু এবং বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহীউদ্দিন এ ঘোষণা প্রস্তাবে স্বাক্ষর না করে বৈঠকস্থল ত্যাগ করেন।
সিদ্ধান্ত অনুযায়ী ৩ হাজার ২শ০০ টাকা মূল বেতন, বাসা ভাড়া এক হাজার ২৮০টাকা, চিকিৎসা ভাতা ৩২০টাকা, যাতায়াত ২০০ টাকা এবং খাদ্যভাতা ৩০০টাকা। এর আগে সকাল ১১টা থেকে এ বিষয়ে মজুরি বোর্ড বৈঠক শুরু হয়।