গোল খরা কাটছেনা মেসির। বলা যেতে পারে অভিযোগটা বেশ পুরনো। তবে মেসির সমালোচকরা একটু বেশিই উৎসাহ পেয়ে যাচ্ছে এবার। কারন গত চার ম্যাচের একটিতেও গোলের দেখা পাননি আর্জেন্টাইন এই তারকা।
ভাগ্যবান মেসি! কোচ থেকে শুরু করে দলের সতীর্থ সবাই যেন একটু বেশি ভালোবাসেন মেসিকে। গত কয়েকদিন ধরে কোচ ডেরার্ডো মার্টিনো কান ঝালাপালা করছেন সাংবাদিকরা; কেন গোল পাননা মেসি?
কোচের সাফ জবাব, “গোল না পেলেও ভালো খেলছে মেসি। শুধু গোল না পাওয়ার কারণে সমালোচনা করলে অন্যায় হবে মেসির সাথে। চার ম্যাচে গোল না পাওয়াটা যেমন আশ্চর্যজনক নয়, তেমনি গত মৌসুমে যে টানা ১৯ ম্যাচে ১৯ গোল করেছিল সেটাও তো আশ্চর্যজনক নয়?”
মেসির প্রতি বরাবরই সদয় তার সতীর্থরাও। তাদের মতে, ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলো সে। একটু সময় তো লাগবেই নিজেকে গুছিয়ে নিতে।
কাগজে-কলমে একটুও খারাপ খেলছেন না মেসি। ১৩ ম্যাচে আট গোল করেছেন তিনি। ঘরের মাঠে লিগে টানা ২১তম জয় পেয়েছে বার্সা। এই মৌসুমে ১৩ ম্যাচে ১২ জয় আর দুইটি ড্রয়ে। ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানে অবস্থান তাদের। প্রতিটি জয়ের পিছনে যে মেসির অবদান রয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।
শেষ ম্যাচে এস্পানিওলের সাথে ভালো খেলেছে মেসি। গোলের জন্য ওই ম্যাচে নিজের সবটুকু উজাড় করে খেলেছেন তিনি। একটি সুযোগ মিস হওয়ার সাথে সাথে রক্তিম হয়ে উঠছিল তার চেহারা। আসলে তার খেলার ধরণে বড় পরিবর্তন এনেছেন কোচ ডেরার্ডো মার্টিনো।
পেপ গার্দিওলা সময়ে স্বাধীনভাবে খেলেছেন মেসি। এমনকি টিটো ভিলানোভা সময়েও তার ইচ্ছে মতো খেলেছেন এই তারকা। কিন্তু এই ভদ্রলোক তাকে স্থান পরিবর্তন করে খেলানোর নীতিকেই গ্রহণ করেছেন।
‘আবর্তন’ নীতিতে খেলছে এখন বার্সা। যার কারণে বারবার জায়গা বদল করে খেলতে হচ্ছে মেসিসহ সব খেলোয়াড়কে। এই আবর্তন নীতির জন্য জন্য বেশ সমালোচনাও শুনতে হয়েছে কোচকে। কিন্তু এর দায়ভার নিতে প্রস্তুত কোচ। এই নীতিতে ফলাফলও বেশ ভালো। এই মৌসুমে এখনও পরাজয়ের বিস্বাদ পায়নি বার্সা।
আর মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিষ্টিয়ানো রোনালদো ১৩ গোল করে এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকোর দিয়েগো কস্তা। তৃতীয় স্থানে লিওনেল মেসির গোল সংখ্যা আট।
চ্যাম্পিয়নস লিগের খেলায় বুধবার রাতে বার্সার সাথে লড়াই এসি মিলানের সাথে। মেসি ভক্তদের প্রত্যাশা এসি মিলানের সাথেই গোল খরা কাটাবেন তাদের প্রিয় তারকা।